কাপ্তাই উপজেলার বরইছড়ি এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বিতা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ৪১ বিজিবি। স্থানীয় ১০টি দরিদ্র পরিবারকে হাঁসের খামার করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে সীমান্তরক্ষী এই বাহিনী।
২০ মার্চ কাপ্তাইয়ের বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী দরিদ্র পরিবারের মাঝে হাঁস এবং খামারের প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী তুলে দেন। বিজিবি অধিনায়ক আশা প্রকাশ করেন, এই হাঁস লালন-পালনের মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াগ্গাছড়া জোনের ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মেজর এস এম আশিকুজ্জামান এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার।
৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, “স্থানীয় দরিদ্র জনগণের কল্যাণে বিজিবি সবসময় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা বিজিবির এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা মনে করেন, এ ধরনের সহায়তা দরিদ্র পরিবারগুলোর আর্থিক স্বচ্ছলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।