যশোর সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

2 views

যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ সাত লাখ ৬৯ হাজার ৯৫০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। এসময় লিটন হোসেন (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) এসব পণ্য জব্দ করা হয়। আটক লিটন যশোরের মণিরামপুর থানার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াদুদ মোড়লের ছেলে। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির টহলদল বেনাপোল, কাশিপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিদেশি মদ, ফেনসিডিল, মোটরসাইকেল, হেলমেট, শাড়ি, কম্বল, কিসমিস, চকলেট ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য সাত লাখ ৬৯ হাজার ৯৫০ টাকা।
তিনি আরও জানান, মোটরসাইকেলের মধ্যে বিশেষ কায়দায় ভারতীয় ফেনসিডিল পাচারের অভিযোগে লিটন হোসেন নামে একজনকে আটক করা হয়। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Ebarta24.com

Heading Title