চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সুরক্ষায় বাড়ল বিজিবি’র আরও দুটি বিওপি

12 views

সীমান্তে আগ্রাসন ও চোরাচালান প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের খড়কপুর ও সুরানপুরে বিজিবির দুটি নতুন বিওপি’র কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধীন খড়কপুর বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান।

তিনি বিওপি চত্বরে একটি গাছের চারা রোপণ করে মোনাজাত করেন। এসময় রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে-এ রউফ, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। পরে সুরানপুর বিওপি পরিদর্শন করেন তিনি।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট উপজেলার ভোলাহাট বিওপি ও জেকে পোল্লাডাঙ্গা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং সীমান্ত হতে দূরে অবস্থিত হওয়ায় চোরাচালান দমনের জন্য টহল পরিচালনা করা বিজিবির জন্য খুবই কষ্টসাধ্য ছিল। এই প্রেক্ষাপট বিবেচনা করে বিজিবির সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী খড়কপুর ও সুরানপুরে দুটি নতুন বিওপি নির্মাণ করা হয়। যার কার্যক্রম আজ থেকে শুরু হলো। খড়কপুর বিওপি সংলগ্ন মহানন্দা নদীর ওপারে ভারতের মালদহ জেলার আশরাফপুর সীমান্ত অবস্থিত।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা ও কীরণগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় জনসাধারণ ও বিএসএফের একাধিক আগ্রাসী তৎপরতা মোকাবিলা করে বিজিবি।

Leave a Comment

Ebarta24.com

শীর্ষ সংবাদ