৪৪তম বিসিএস-এর চূড়ান্ত ফলাফল আগামী ৩০ জুনের মধ্যে

9 views
৪৪তম বিসিএস-এর চূড়ান্ত ফলাফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে।

আজ সরকারি কর্ম কমিশন (পিএসসি)’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে এ তথ্য জানান পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম ।

তিনি বলেন, আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য গুরুত্ব দিয়ে কাজ করছি। ৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

৪৪তম বিসিএস-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

৪৪তম বিসিএস-এ মোট আবেদন করেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

Leave a Comment

Ebarta24.com

শীর্ষ সংবাদ