রাখাইনে আগুনের কুণ্ডলী, নতুন শংকা

3 views

মিয়ানমারের রাখাইনে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখা গেছে। রোববার (৪ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ থেকে সীমান্তের ওপারে তিন জায়গায় আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখেছেন স্থানীয়রা।

ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা বলছেন, রাখাইনে ফেলে আসা রোহিঙ্গাদের পরিত্যক্ত বাড়িঘরগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছে আরাকান আর্মি। সম্প্রতি মিয়ানমারে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত পাঠানোর পাশাপাশি মানবিক করিডর নিয়ে ব্যাপক আলোচনায় মধ্য এ ধরনের ঘটনায় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বাড়ছে। এছাড়া সেখানে (মিয়ানমারে) থাকা রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মি নির্যাতন চালানোয় এখনও তারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন।

টেকনাফ সীমান্তের বাসিন্দারা জানান , বিকেলে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে ঘুরতে গিয়ে দেখা যায় হঠাৎ জেটির ওপারে মিয়ানমার সীমান্তে রাখাইনে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়ছে। এক সঙ্গে সীমান্তের ওপারে তিন-চারটি জায়গায় ধোঁয়া দেখা গেছে।

রোহিঙ্গা কমিউনিটি লিডার জুবায়ের বলেন, এখনো রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হয়নি। সেখানে বাড়ি-ঘরে আগুন দেওয়া হচ্ছে। শাহপরীর দ্বীপ সীমান্তের ওপারে ধোঁয়া উড়তে দেখা গেছে। সেখানে পতেংজা পাড়া, মগ্নি পাড়া ও হাইরি পাড়া রোহিঙ্গাদের ঘরবাড়ি রয়েছে। আরাকান আর্মি সেগুলো পুড়িয়ে দিচ্ছে।

এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, সীমান্তের ওপারে আগুনের কুণ্ডলী ও ধোঁয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। আমাদের আইন শৃঙ্খলাবাহিনী নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে।

এদিকে সীমান্তে অনুপ্রবেশ ঠোকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। তিনি বলেন, বিজিবি সর্তক অবস্থানে রয়েছে। নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হবে না।

Leave a Comment

Ebarta24.com

শীর্ষ সংবাদ