বাঘাইছড়ির আড়াই হাজার পরিবারের মাঝে বিজিবির খাদ্যশস্য বিতরণ

1 views

পার্বত্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বসবাসরত পাহাড়ি ও বাঙালি ২,৫০০টি অসহায় পরিবারের মাঝে ৫০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়। দুই দিনব্যাপী এই কার্যক্রমটি পরিচালনা করছে বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এবং মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলিয়ে মোট ১১টি স্থানে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
মঙ্গলবার (১৩ মে) বিতরণ কার্যক্রমের প্রথম দিনে বাঘাইহাট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর ও মাচালং বাজারে এবং মারিশ্যা ব্যাটালিয়নের তত্ত্বাবধানে মারিশ্যা, রূপকারি, খেদারমারা, আমতলি ও সরোয়ারতলী ইউনিয়নে চাল বিতরণ করা হয়।
সকাল ১১টায় বাঘাইহাট ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রধান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল। একই সময়ে মাচালং বাজার এলাকায় খাদ্য বিতরণ কার্যক্রমে অংশ নেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।
এ সময় বাঘাইহাট ব্যাটালিয়ন সদরে আয়োজিত অনুষ্ঠানে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী এবং মারিশ্যা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল বলেন, ‘দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় সামাজিক দায়বদ্ধতা থেকে প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই মানবিক সহায়তা কার্যক্রম শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।’
বিজিবির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। খাদ্য সহায়তা পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেন। মাচালং বাজারের স্থানীয় বাসিন্দা তরুণ চাকমা বলেন, ‘আমাদের মতো দিনমজুরদের জন্য এই চাল অনেক বড় সহায়তা। বিজিবির প্রতি আমরা কৃতজ্ঞ।’

Leave a Comment

Ebarta24.com

শীর্ষ সংবাদ