1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

দ্বাদশ সংসদ নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় সারাদেশে এ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

ভোরের শীত ও কুয়াশা উপেক্ষা করেই রাজধানীতে সরঞ্জাম বিতরণ কেন্দ্রে উপস্থিত হন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। সকাল ৯টার পর থেকেই একে একে প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে তুলে দেয়া হয় ব্যালট বাক্স, অমোচনীয় কালী, স্টাম্পসহ বাকি সরঞ্জাম।

ভোরের শীত ও কুয়াশা উপেক্ষা করেই রাজধানীতে সরঞ্জাম বিতরণ কেন্দ্রে উপস্থিত হন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। সকাল ৯টার পর থেকেই একে একে প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে তুলে দেয়া হয় ব্যালট বাক্স, অমোচনীয় কালী, স্টাম্পসহ বাকি সরঞ্জাম।

পরে রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে আসেন ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম।

ভোটের দিন সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে এবং ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।

রাজধানীর ১৫টি পয়েন্ট থেকে বিতরণ করা হচ্ছে ঢাকার ১৫টি আসনে ভোটের সরঞ্জাম। ব্যালট পেপার বাদে বাকি সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে বলেও জানান কমিশনার।

এবার ঢাকা মহনগরীর ১৫টি সংসদীয় আসনে ভোটযুদ্ধে লড়বেন ১২৬জন প্রার্থী। প্রায় ৩ হাজার কেন্দ্রে পোলিং এজেন্ট থাকবে ৩৭ হাজার ৭৯৩জন।


সর্বশেষ - জাতীয় সংবাদ