1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

ভারতের বিদ্যুৎকেন্দ্র আদানি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সব ধরনের প্রস্তুতি শেষে বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি। মোট ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বিদ্যুৎকেন্দ্রটি।

পিজিসিবির তথ্য কর্মকর্তা এবিএম বদরুদ্দোজা সুমন বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, ‘সন্ধ্যা সাতটা ৩৮ মিনিটে বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ সংযোগ শুরু করে আদানি।’

জানতে চাইলে আদানি পাওয়ারের বাংলাদেশের এক কর্মকর্তা বলেন, ‘আপাতত ২৫ মেগাওয়াট যাচ্ছে। ধীরে ধীরে এই বিদ্যুৎ সরবরাহ বাড়বে।’ সব মিলিয়ে ৭৪৬ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের সঞ্চালন লাইনে দেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়, ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ থেকে ৯ মার্চ সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে বাংলাদেশ গ্রিডের সঙ্গে সিন্ক্রোনাইজ করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এই কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালনের জন্য পিজিসিবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা থেকে রহনপুর হয়ে বগুড়া পর্যন্ত ১৩৪ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং বগুড়ায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করেছে। রাত ৯টা নাগাদ নবনির্মিত লাইন ও গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ২৫ থেকে বেড়ে ৫০ মেগাওয়াট হবে।

প্রসঙ্গত, বিদ্যুৎ ক্রয়চুক্তির অধীনে কয়লা আমদানির মূল্য কমাতে আলোচনার জন্য আদানি পাওয়ার লিমিটেডকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এই চিঠির পরিপ্রেক্ষিতে গত মাসে আদানির একটি দল ঢাকায় এসে একদিনের আলোচনা শেষ করে ভারতে ফিরে যান। তবে দামের বিষয়টি সে সভায় চূড়ান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালের জুনে প্রথমবার বাংলাদেশ সফর করেন। তখন ভারতের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সাড়ে ৪ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়। এই চুক্তির ধারাবাহিকতায় আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত

নতুন ধরনের মাদক তৈরির কারিগর আটক

ফেসবুকের গোপন কালো তালিকায় বাংলাদেশের ৬ জঙ্গি সংগঠন ও ১ ব্যক্তি

ছাত্র বলৎকারে হেফাজত নেতা কারাগারে, জব্দ ফোনেও মিললো বলৎকারের ছবি

আলোচিত হৃদয় হত্যাকাণ্ড, আরও দুই মারমা যুবক গ্রেফতার

বঙ্গবন্ধু শিল্পনগরী : হবে ২৩ হাজার মানুষের কর্মসংস্থান

ডিজিটাল ব্যাংক: লাইসেন্স পেতে ন্যূনতম লাগবে ১২৫ কোটি টাকা

রংপুর বিভাগীয় সদরদপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঝাঁকে ঝাঁকে ধরা পড়েছে ইলিশ, ট্রলারভর্তি মাছ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা

ঝর্ণাকে ডিভোর্স দেয়ার পরামর্শ শহীদুলকে মামুনুল নিজেই দিয়েছে

জ্বালানি মূল্যবৃদ্ধি মোকাবেলায় হচ্ছে ৫ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প