1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ইটালি-সুইডেনে রপ্তানি হচ্ছে কাঁচা আম

বাণিজ্য প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডের কাঁচা আম রপ্তানি হচ্ছে ইতালি ও সুইডেনে। সোমবার প্রথম দফায় পরীক্ষামূলকভাবে ৭৫ কেজি আম জাহাজীকরণ করা হয়েছে। বিদেশি ক্রেতার পছন্দ হলে এ বছর বিপুল পরিমাণ আম রপ্তানির আশা সংশ্লিষ্টদের।

জানা যায়, ঢাকার তেজগাঁওয়ের বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান সীতাকুণ্ডের এক আম চাষি মাহমুদ হাসান ওরফে শিশিরের কাছ থেকে সোমবার প্রথম দফায় ৮৪ কেজি আম কিনে নেন। এরপর ওই আম থেকে বাছাই করে ২৫ কেজি আম ইতালি ও ৫০ কেজি আম সুইডেনের একটি প্রতিষ্ঠানে পাঠান।

উপজেলা কৃষি অফিসার মো. হাবীবুল্লাহ জানান, এই মৌসুমে বাংলাদেশে প্রথম আম রপ্তানি হল সীতাকুণ্ড থেকে। সীতাকুণ্ড পৌরসদরের বাসিন্দা আম চাষি মাহমুদ হাসানের বাড়ি থেকে এই আম সংগ্রহ করা হয়। পরীক্ষামূলক চালানে সফল হলে এ বছর বিপুল পরিমাণ আম বিদেশে রপ্তানি হয়ে দেশে আসবে লাখ লাখ ডলার।

আম বিক্রেতা মাহমুদ হাসান জানান, আমার বাগানের বেশ কিছু গাছে আম বড় হওয়ায় তা বিক্রির জন্য আমি আমার ব্যক্তিগত ফেসবুক পেজ ‘সীতাকুণ্ড ফ্রুট শপ’ এ বিজ্ঞাপন দিই। এই পোস্টটি ১১১টি শেয়ার হয়। এসব শেয়ার দেখে আম কেনার জন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম কল্লোল যোগাযোগ করেন। প্রতি কেজি আম ১৫০ টাকায় দর ঠিক হয়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা একটি প্রত্যয়নপত্র দেন। পরে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পর কৃষি কর্মকর্তা মো. হাবীবুল্লাহর তত্ত্বাবধানে আমগুলো প্যাকেট করে রপ্তানিকারক প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। মাহমুদ হাসান আরও বলেন, আমাদের ১২ একর পাহাড়ি জমিতে আমের বাগান রয়েছে। আমরা ধারণা করছি, এই বছর ১০ হাজার কেজি আম উৎপাদন হবে।

রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম কল্লোল বলেন, ‘ইউরোপে আমাদের দেশের কাঁচা আমের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু আমাদের দেশের আম উৎপাদনের প্রধান অঞ্চল উত্তরবঙ্গের আম পাওয়া যাবে আরও অন্তত এক মাস পরে। আগাম আম রপ্তানির জন্য কাঁচা আম খুঁজছিলাম। ফেসবুকেও আম লিখে চার্জ দিয়ে মাহমুদ হাসানের পেজটি খুঁজে পেলাম। তারপর তার সঙ্গে যোগাযোগ করে প্রথমবারের মতো নমুনা হিসেবে ৮৪ কেজি আম কিনে নিই। এর মধ্যে ৭৫ কেজি নমুনা হিসেবে ইতালি ও সুইডেনে পাঠিয়েছি। সেখান থেকে আম পছন্দ করলে আরো বহু আম সীতাকুণ্ড থেকে সেখানে পাঠাব। এতে কৃষক যেমন লাভবান হবে অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশও।

উল্লেখ্য, সীতাকুণ্ড উপজেলায় ৩০৫ হেক্টর জমিতে এ বছরে প্রায় ৫ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ