1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

রপ্তানি আয়ে সুখবর: প্রতি ডলার ১০৫ টাকা নির্ধারণ

বানিজ্য প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

দেশে রপ্তানি আয় আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ব্যাংকগুলো এখন থেকে রপ্তানিকারকদের প্রতি ডলারের বিপরীতে ১০৫ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার এক বৈঠকে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অভ ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) রপ্তানি আয়ে ডলারপ্রতি দাম এক টাকা বাড়িয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন দ্য অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সংগঠন দুটির কর্মকর্তারা জানিয়েছে।

মার্চের শুরু থেকে প্রতি ডলারের বিনিময়ে ১০৪ টাকা পাচ্ছেন রপ্তানিকারকরা। আগামী কার্যদিবস থেকে নতুন এই হার কার্যকর হবে বলে জানান একটি ব্যাংকের জ্যেষ্ঠ এক কর্মকর্তা।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমরানুল হক বলেন, রেমিট্যান্স ও রপ্তানি হারের মধ্যে ব্যবধান কমাতে ডলারের বিনিময় হার বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ