1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

চুরি করতে গিয়ে ভবনের সরু গলিতে আটকা চোর, ৯৯৯ কল দিয়ে উদ্ধার

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ১৬ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জের পৌর এলাকায় চুরি করতে গিয়ে দুটি ভবনের সরু গলিতে আটকা পড়ে চোর। এ সময় ভবন মালিক টের পেলে পালানোর সময় ঘটে বিপত্তি। সরু গলি থেকে আর কোনোভাবেই বের করা যায় না আটকা ওই চোরকে। পরে ট্রিপল নাইনে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার করে।

ভবন মালিক জানায়, প্রায়ই এই সড়কের বিভিন্ন বাড়িতে চুরি হয়। শুক্রবার ভোরে চোর আসলে টের পেয়ে যায় বাসার লোকজন। এ সময় চিৎকার করলে পালাতে গিয়ে আটকা পড়ে চোর। কোনোভাবেই আর বের করা যায় না। অগত্যা তাকেই ট্রিপল নাইনে ফোন করে উদ্ধার করতে হয় চোরকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আধ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা যায় আটকা পড়া চোরকে। উদ্ধারকারী দল জানায়, দুই ভবনের মাঝে ১ ফিটের মতো জায়গা থাকায় উদ্ধার কাজেও বেগ পেতে হয় কর্মীদের।

উদ্ধারের পর পুলিশে সোপর্দ করা হয় চোরকে। পুলিশ জানায়, সম্রাট নামের ওই চোর মাদক ব্যবসার সাথেও জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ