1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ছুটি শেষ: মেট্রোরেলে এখনও চলছে ঈদের আমেজ

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

ঈদের ছুটি শেষ, খুলে গেছে অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান। তবুও ঈদের আমেজে রয়ে গেছে মেট্রোরেলে। ঈদের তৃতীয় দিনেও পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে মেট্রোরেলে ভ্রমণে আসছেন ঢাকা ও এর আশপাশের মানুষেরা।

সোমবার (২৪ এপ্রিল) মেট্রোরেলের বিভিন্ন স্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়। তৃতীয়দিনেও আগত অধিকাংশ মানুষ প্রথমবারের মতো মেট্রোরেল ভ্রমণ করতে এসেছেন। ঈদের দিনের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির তালিকায় মেট্রোরেলকেও রেখেছেন বলে জানান অনেকে।

গাজীপুর থেকে ঈদে মিরপুরে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে প্রথমবারের মতো মেট্রোরেল ভ্রমণ করছেন সুমাইয়া আক্তার সুমনা। তিনি বলেন, ‘চালু হওয়ার পর থেকেই মেট্রোরেলে চড়ার ইচ্ছে ছিল। কিন্তু এর মাঝে এদিক আসা হয় নাই। এবার ঈদে মিরপুরে আমার আত্মীয়র বাসায় এসে অনেক জায়গায় ঘোরা হয়েছে। আজকে বের হয়েছি শুধু মেট্রোরেলে চড়তে।’

তবে কেউ কেউ আগে মেট্রোরেলে উঠলেও ঈদে পরিবার নিয়েও ঘুরতে এসেছেন। অরিক ইয়াসার নামে এক যুবক বলেন, ‘আমাদের দেশের জন্য মেট্রোরেল সম্পূর্ণ নতুন একটা স্থাপনা। তাই সবার আগ্রহও বেশি। ঈদের আনন্দ আর আগ্রহ এই দুইটা মিলেই মূলত মেট্রোরেলে ভিড়।’

দেশের গণপরিবহেন নতুন মাত্রা যোগ করা মেট্রোরেলকেও অনেকে দেখছেন বিনোদনকেন্দ্রের মতোই। মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে কথা হয় মৃদুলা মৃধা নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, ‘আজ তো ঘুরতেই বের হয়েছি। এখান থেকে আগারগাঁও যাবো। আগে বাসে করে যেতাম এখন মেট্রোরেলে করে যাবো। যেতে যেতে মেট্রোরেল প্রথমবারের মত ঘোরাও হয়ে যাবে।’
তবে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন মেট্রোরেলের নিয়মিত যাত্রীরা। ঈদের তৃতীয় দিনেও এরকম ভিড় থাকবে এমনটা আশা করেননি তারা। উত্তরায় নিয়মিত যাতায়াত করেন এমন এক যাত্রী মো. শাকিল বলেন, ‘ঈদে মেট্রোরেলে ভিড় হবে, তা আগে থেকেই জানতাম। কিন্তু আজও এত ভিড় থাকবে, সেটা ধারণা করিনি। এসে তো আমি অবাক হয়ে গেছি। কিন্তু উত্তরায় বাসে যাতায়াত করা সহজ নয়, তাই মেট্রোতে করেই যেতে হচ্ছে।’ এ ‘সমস্যা’ আরও দুএকদিন থাকবে বলেও ধারণা এই যাত্রীর।
তবে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন মেট্রোরেলের নিয়মিত যাত্রীরা। ঈদের তৃতীয় দিনেও এরকম ভিড় থাকবে এমনটা আশা করেননি তারা। উত্তরায় নিয়মিত যাতায়াত করেন এমন এক যাত্রী মো. শাকিল বলেন, ‘ঈদে মেট্রোরেলে ভিড় হবে, তা আগে থেকেই জানতাম। কিন্তু আজও এত ভিড় থাকবে, সেটা ধারণা করিনি। এসে তো আমি অবাক হয়ে গেছি। কিন্তু উত্তরায় বাসে যাতায়াত করা সহজ নয়, তাই মেট্রোতে করেই যেতে হচ্ছে।’ এ ‘সমস্যা’ আরও দুএকদিন থাকবে বলেও ধারণা এই যাত্রীর।

 


সর্বশেষ - জাতীয় সংবাদ