1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ সহায়তা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার জরুরি ওষুধ সহায়তা দিয়েছে বাংলাদেশ।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বুধবার এই জরুরি ওষুধ হস্তান্তর করা হয় ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরাত্নের কাছে।

সহায়তা হিসেবে বাংলাদেশ সরকার ১০ কোটি টাকার এবং বাংলাদেশ ওষুধ উৎপাদক সমিতি দিয়েছে ১০ কোটি টাকার ওষুধ।

শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ উপহার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় জরুরি এই সহায়তা দেয়া হলো। আরও সহায়তা দেয়া হবে। শ্রীলঙ্কা চাহিদা দেয়ার পর সেই চাহিদামতো সাহায্য দেয়া হবে।’

ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনার সুদর্শন সেনেভিরাত্নে বলেন, ‘৩০ বছরের গৃহযুদ্ধ, বিধ্বংসী সুনামি ও চলমান মহামারিতে শ্রীলঙ্কা আজ দুর্বল হয়ে পড়েছে। এখন একটা কঠিন সময় পার করছি আমরা।

‘আমাদের নারী, শিশু ও বৃদ্ধরা জরুরি ওষুধের সংকটের মধ্যে আছে। তাদের জন্য এই ওষুধ খুব কাজে লাগবে।’


সর্বশেষ - জাতীয় সংবাদ