1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

কুসিক নির্বাচনে মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

কুমিল্লা জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২৭ মে, ২০২২

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩য় নির্বাচনের ৫ মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), কামরুল আহসান বাবুল (হরিণ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাশেদুল ইসলাম (হাতপাখা) প্রতীক পেয়েছেন।

জেলা শিল্পকলা একাডেমীতে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়। রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী প্রার্থীদের হাতে প্রতীকের কাগজ হস্তান্তর করেন। মেয়র প্রার্থীদের মধ্যে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন প্রতীক গ্রহণ করেন।

অন্য মেয়র প্রার্থীদের মাঝে রাশেদুল ইসলাম ছাড়া অপর ৩ মেয়র প্রার্থী উপস্থিত থেকে প্রতীকের কাগজ গ্রহণ করেন। এখন চলছে কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ।

রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী বলেন, প্রতীক পেয়ে প্রার্থীরা আজ থেকে প্রচারণায় নামছেন, তাই প্রচারণার বিষয়ে সকলকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জুমার নামাজের পর মেয়র প্রার্থীরা তাদের নেতাকর্মী ও সমর্থদের নিয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামার কথা জানিয়েছেন। আগামী ১৫ জুন এ সিটিতে ১০৫ কেন্দ্রে ভোট গ্রহণ হবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ