1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নৌকায় পাচারের সময় ১২৮ বস্তা ভিজিএফের চাল উদ্ধার

নেত্রকোনা জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ৮ জুলাই, ২০২২

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পাচারের সময় সরকারি সিলমোহর যুক্ত ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আরমান মিয়া (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা এলাকায় থাকা একটি নৌকা থেকে চালসহ ওই যুবককে আটক করা হয়। আটক আরমান মিয়া একই ইউনিয়নের গজারমারি গ্রামের দুলাল মিয়ার ছেলে।

শুক্রবার (৮ জুলাই) কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, বৃহস্পতিবার রাতে ভিজিএফের এসব চাল পাচারের সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে চালভর্তি নৌকাটি আটক করে। এ ঘটনার খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরে সরকারি সিলমোহরযুক্ত ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল উদ্ধারসহ আরমান মিয়া নামে এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম বলেন, খবর পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। চালগুলো উদ্ধার করা হয়েছে এবং এক যুবককেও আটক করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ