1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ডেঙ্গুর উৎস নির্মূলে দক্ষিণ সিটির চিরুনি অভিযান 

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৯ জুলাই, ২০২৩

এডিস মশার উৎস নির্মূলের লক্ষ্যে ৩০টি ওয়ার্ডে ৩ দিনব্যাপী চিরুনি অভিযান চালাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবিবার (৯ জুলাই) থেকে এ অভিযান শুরু হয়।

ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে ডিএসসিসির ২, ৩, ৪, ৫, ৬, ৯, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৮, ১৯, ২২, ২৩, ২৬, ৩৩, ৩৪, ৩৬, ৪১, ৪৪, ৪৫, ৪৬, ৪৮, ৫০, ৫১, ৫২, ৫৪, ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ডে চিরুনি অভিযান চালানো হবে। এডিস মশার উৎস নির্মূলের লক্ষ্যে ৯-১১ জুলাই পরিচালিত এ চিরুনি অভিযান পরিচালিত হবে।

এ কর্মসূচিতে প্রতিদিন সকালে ১৩ জন এবং বিকালে ১৩ জন মশককর্মী ব্যাপকভাবে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করবেন।

একইসঙ্গে এডিস মশার উৎসস্থলসমূহ নির্মূলে বিশেষ কার্যক্রমও পরিচালনা করা হবে। এসব ওয়ার্ডের কাউন্সিলররা জনগণকে সচেতন করার জন্য মাইকিং কার্যক্রম পরিচালনার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ