1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

প্রথমবারের মতো ইংল্যান্ডে যাচ্ছে দিনাজপুরের আম

দিনাজপুর জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

দিনাজপুরের বিরল উপজেলা থেকে ইংল্যান্ডে আম রপ্তানি হচ্ছে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি থেকে এ আম রপ্তানির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ।

এর আগে বিরল উপজেলার বাড়ি ফোর জাতের আম ৩০০ কেজি ব্যানানা ম্যাংগো জাতের ২০০ কেজিসহ মোট ৫০০ কেজি আম ইংল্যান্ডের দূতাবাসে পাঠানো হয়।

বাগানের মালিক মোমিনুল ইসলাম বলেন, ৫০ শতকের ওপরে একটি আমের বাগান করেছি। বাগানে প্রায় শতাধিক গাছ আছে। আমের ফলন ও দাম ভালো পেয়েছি। এবার বাজারে নিয়ে আম বিক্রি করার কোনো ঝামেলা থাকল না। ভালো লাগছে নিজের ফসল দেশের মানুষকেও খাওয়াতে পারলাম। আবার প্রথমবারের মতো দেশের বাইরে আম রপ্তানি শুরু হয়েছে।

দিনাজপুর বিরল উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম আম পাঠানোর সংবাদ নিশ্চিত করে বলেন, দিনাজপুরের বিরল উপজেলার বাছাইকৃত বাগান থেকে বাড়ি ফোর জাতের ৩০০ কেজি আম ও ব্যানানা ম্যাংগো জাতের ২০০ কেজি আম প্যাকেটজাত করে ঢাকায় অবস্থিত ইংল্যান্ড দূতাবাসে পাঠানো হয়। এরপর প্রসেসিং এর মাধ্যমে বিশেষ ফ্লাইটে ইংল্যান্ডে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এটি প্রথম ধাপে আম রপ্তানির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও আম পাঠানো হবে। এই আম ইংল্যান্ড প্রবাসীদের নিকট পাঠানো হচ্ছে এবং তাদের চাহিদা মত পর্যায়ক্রমে আরও বিভিন্ন জাতের আম পাঠানো হবে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ নুরুজ্জামান বলেন, এর আগেও দিনাজপুর থেকে ফ্রান্সে লিচু পাঠানো হয়েছিল। এই প্রথম লিচুর পর ইংল্যান্ডে আম পাঠানোর হচ্ছে। এই আম দিনাজপুরের বিরলের থেকে সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে এই আম যদি দিনাজপুরের বিভিন্ন অঞ্চল থেকে দেশের বাইরে পাঠানো যায় তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধ হবে এবং বৈদেশিক মুর্দা অর্জনের আমের গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দিনাজপুরে প্রায় ৭০ জাতের আম উৎপাদন হয় এই আম ইংল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে পারলে দেশে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। বাংলাদেশ এবং দিনাজপুর জেলা আলাদাভাবে আম রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত

২০২১-২২ অর্থবছরে উন্নয়নে ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত

রাশিয়া-বেলারুশের যৌথ বিমান মহড়া 

বন্যার শঙ্কা দেখা দেয়ার সাত দিন আগেই মোবাইল ফোনে বার্তা

প্রতিবন্ধী আখিঁর আঁকা ছবিতে রাষ্ট্রীয় ঈদ শুভেচ্ছা, প্রধানমন্ত্রীর লাখ টাকা উপহার

প্রতিবন্ধী আখিঁর আঁকা ছবিতে রাষ্ট্রীয় ঈদ শুভেচ্ছা, প্রধানমন্ত্রীর লাখ টাকা উপহার

বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপক প্রশংসিত : চীনের প্রেসিডেন্ট

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

নাইকো দুর্নীতি: খালেদা জিয়ার বিচার শুরু

আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেল বাংলাদেশ

‘বঙ্গবন্ধুর সব স্বপ্নপূরণ না হওয়া পর্যন্ত বিশ্রাম নেব না’

রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ ৫ প্রকল্প উদ্বোধন করলেন দুই প্রধানমন্ত্রী 

প্রথমবারের মতো মেট্রোরেল চলতে দেখলো ঢাকাবাসী