1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

হকিতে ওমানকে উড়িয়ে দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

ওমানের সালালায় চলছে বিশ্বকাপ বাছাই এশিয়া কাপ ফাইভ এ সাইড হকি টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল হ্যাটট্রিক জয় পেয়েছে। আজ সকালে ইরানকে ৯- ৩ গোলে হারানোর পর ওমানকে ৯-২ গোলে হারিয়েছে। পাঁচ গোল করে রিয়া ম্যাচ সেরা হয়েছেন। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে তারা৷

বাংলাদেশের নারী হকি দল প্রথমবারের মতো ফাইভ এ সাইড আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। প্রথম অংশগ্রহণের চার ম্যাচের মধ্যে প্রথমটি হারলেও পরের তিন ম্যাচে জয় পেয়েছে। বাংলাদেশের নারী হকির জন্য যা অত্যন্ত ইতিবাচক।

সকালে অনুষ্ঠিত ইরান ম্যাচের মতো স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের অধীনেই ছিল। বল পজিশন, আক্রমণ সব দিক থেকেই বাংলাদেশ এগিয়ে ছিল। প্রথমার্ধে বাংলাদেশ ৩-১ গোলের লীড নিয়েছিল। পুরুষ হকিতে বাংলাদেশের বড় প্রতিপক্ষ এখন ওমান। সেই ওমানের নারী দল আজ নিজেদের মাটিতে পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে৷

বাংলাদেশ নারী হকি দল চার বছর আগে সিঙ্গাপুরে এএইচএফের একটি টুর্নামেন্ট খেলেছিল। এর পর গত কয়েক বছর আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ নারী দলের অংশগ্রহণ ছিল না। সাবেক হকি খেলোয়াড় তারিকউজ্জামান নান্নু ব্যক্তিগত উদ্যোগে নারী হকি নিয়ে কাজ করতেন। বিকেএসপি কিছু ঘরোয়া টুর্নামেন্ট করত। হকি ফেডারেশন এবার ফাইভ এ সাইড হকিতে নারীদের অংশগ্রহণ করে আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরিয়েছে।

ওমানের এই টুর্নামেন্টে বাংলাদেশ পুরুষ দলও অংশগ্রহণ করবে। সেই লক্ষ্য পুরুষ দল আজ রাতে ওমানের উদ্দেশ্যে রওনা হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ