1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

যুক্তরাষ্ট্রকে নিরপেক্ষ অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে ড. রিচার্ড লাভের চিঠি

ইবার্তা টুয়েন্টিফোর ডটকম : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে নিরপেক্ষ অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে উইসকনসিনের সিনেটর ট্যামি বাল্ডউইনের কাছে চিঠি দিয়েছেন মার্কিন নাগরিক ড. রিচার্ড আর লাভ। উক্ত চিঠিতে বাংলাদেশের প্রতি আন্তরিক ভালোবাসা প্রকাশ করে সাম্প্রতিক জটিল রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নির্দলীয় অবস্থানের প্রতি গুরুত্বারোপ করেছেন রিচার্ড লাভ।

ড. রিচার্ড লাভ ২০০৭ সাল থেকে বাংলাদেশে সক্রিয়ভাবে জড়িত এবং ট্যামি বাল্ডউইনকে লেখা চিঠিতে তিনি দেশের জটিল রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সত্য ও নিরপেক্ষতার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

ড. রিচার্ড লাভ ২০০৭ সাল থেকে সক্রিয়ভাবে বাংলাদেশে কাজ করছেন। তিনি বাংলাদেশের ব্রেস্ট ক্যান্সার গবেষণা প্রকল্পের দায়িত্ব পালনের পর রামপালে মেডিক্যাল সেন্টার স্থাপন, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা কর্মসূচিতে বিশেষ ভূমিকা পালন করছেন।

সিনেটর বাল্ডউইনের কাছে চিঠিতে তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও চলমান অস্থিরতার চিত্র তুলে ধরেন। তিনি ২০০৯ এর বিডিআর হত্যাকাণ্ডে মহাপরিচালক সহ সেনাকর্মকর্তাদের মৃত্যু, সন্ত্রাস দমন ও বিএনপির নেতাকর্মীদের দ্বারা পুলিশের উপর হামলার ঘটনাবলী উল্লেখ করেছেন।

ড. লাভ তার চিঠিতে বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, যুদ্ধাপরাধীদের বিচার ও রাজপথে সহিংসতা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সম্পর্কযুক্ত বলে উল্লেখ করেন। তিনি গ্যারি ব্যাস রচিত দ্যা ব্লাড টেলিগ্রাম বইয়ের সূত্র উল্লেখ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নীতি বিবেচনা করা প্রয়োজন বলেও উল্লেখ করেন।

চিঠিতে দুটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন ড. লাভ। প্রথমত, নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট ও একতরফা উল্লেখ করেন। প্রতিবেদনে বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস ও দলটির সহিংসতার প্রবণতা উপেক্ষা করা হয়েছে বলে জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টাসহ বিএনপির দুর্নীতি ও আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতাকে উপেক্ষা করার কোনো উপায় নেই।

দ্বিতীয়ত, কর ফাঁকির অভিযোগে “হয়রানির” প্রতিবাদ জানিয়ে মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে যে প্রচারনা চালাচ্ছেন তা বিচারিক কাজে হস্তক্ষেপ বলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নিরপেক্ষ ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করবে বলে উল্লেখ করেন।

ড. লাভ বলেন, এই দুটি ইস্যুতেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ অবস্থান গ্রহণ করা প্রয়োজন। তিনি সিনেটর বাল্ডউইনের কাছ থেকে দ্রুত জবাব প্রত্যাশা করে রাষ্ট্রপতি বাইডেন ও পররাষ্ট্র সচিব ব্লিংকেনকে এ বিষয়ে অবগত করার অনুরোধ জানান।

মার্কিন রাষ্ট্রপতি বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সাথে এই বিষয়গুলো আলোচনা সাপেক্ষে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

ড. রিচার্ড আর. লাভ একজন মার্কিন নাগরিক হিসেবে এবং বাংলাদেশের রাজনৈতিক পটভূমি ও প্রেক্ষাপট সম্পর্কে অবগত একজন সচেতন ব্যক্তি হিসেবে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে চিহ্নিত উল্লেখ করেন। তিনি জটিলতাপূর্ণ আন্তর্জাতিক এই ইস্যুগুলোতে যুক্তরাষ্ট্রকে নির্দলীয় অবস্থান গ্রহণের অনুরোধ করেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ