1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পিতৃত্বকালীন ছুটি : দৃষ্টান্ত স্থাপন করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

দেশে প্রথমবারের মতো মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধান প্রবর্তন করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ২৬ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিন্ডিকেট সভায় ছুটির বিধিমালা প্রণয়ন করা হয়। এই বিধিতে প্রচলিত সব ছুটির সঙ্গে ১৫ দিনের জন্য পিতৃত্বকালীন ছুটির বিধান প্রণীত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাবলিক রিলেশন কর্মকর্তা মো. শাহ্ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে ২৪তম সিন্ডিকেট সভায় এটি অনুমোদন দেওয়া হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. ফিরোজ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জহুরুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক, লেজিসলেটিভ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা উপস্থিত ছিলেন।

উপাচার্য প্রফেসর শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি নবীন বিশ্ববিদ্যালয়। এখানে তরুণ ও মেধাবী শিক্ষকরা পাঠদান করছেন। পাশাপাশি তরুণ কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। তাদের সন্তানদের দেখাশোনার জন্য আমরা মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধানটি আমলে নিয়েছি। একজন সন্তানের কাছে মা যেমন গুরুত্বপূর্ণ বাবার ভূমিকাও তেমনি। এদিক বিবেচনা করে আমাদের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা যারা নব্য বিবাহিত তারা সর্বোচ্চ দুবার পিতৃত্বকালীন ছুটি নেওয়ার সুযোগ পাবেন।

এছাড়া সিন্ডিকেট সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলাবিধি অনুমোদিত হয়েছে। প্রণীত শৃঙ্খলাবিধি শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ, শৃঙ্খলা ও সম্প্রীতি নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে বলে উপাচার্য মনে করেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত

হামলার আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শিবির নেতা আকায়েদ

মেট্রোরেল: আবারও পেছাল মতিঝিল পর্যন্ত উদ্বোধনের তারিখ

‘প্রতিবেশী প্রথম’ নীতিতে বিশেষ স্থানে বাংলাদেশ : ভারতের রাষ্ট্রপতি 

ময়মনসিংহে যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে বিএনপি

স্বাধীনতার জন্য জাতির মনন প্রস্তুত করে আন্তর্জাতিক অঙ্গনে চোখ রেখেছিলেন বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রীর উপহার বিনামূল্যে হার্টের ভাল্ব-রিং পাবেন অসহায়-দরিদ্ররা

ঢাকায় কমেছে বেগুন-লেবু-শসার দাম

পাইলট প্রকল্প: হাওড়ে কৃষকদের রক্ষায় বসানো হয়েছে বজ্রনিরোধক দণ্ড

পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে

নভেম্বরেও পাওয়া যেতে পারে ইলিশের ঝাঁক