1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ঘরের বাইরে মাস্ক পরার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১ নভেম্বর, ২০২০

বিদেশ থেকে কেউ দেশে এলে করোনা পরীক্ষা এবং কোয়ারেন্টিন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হওয়া করোনা মহামারির ‘দ্বিতীয় ঢেউ’-এর কথা বলে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমাদের দেশে করোনা সংক্রমণের শুরুতেই ২১ দফা নির্দেশনা দিয়েছিলাম। সেই অনুযায়ী এখন থেকে বিদেশ ফেরতদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে আগের মতো ব্যবস্থা নিতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। ইংল্যান্ড থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ ইতোমধ্যে লকডাউন ঘোষণা দিয়েছে। আমাদের সবাইকে সুরক্ষিত থাকতে হবে।’
সবাইকে মাস্ক পরার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই মাস্ক ব্যবহার করবেন। যখন মানুষের কাছাকাছি যাবেন মাস্কটা ব্যবহার করবেন। জনসমাগমে গেলেই মাস্ক পরে নিজের সঙ্গে অন্যকেও সুরক্ষিত করবেন। সবাই নিয়ম মেনে চলবেন। এটা প্রত্যেকেরই দায়িত্ব।’
করোনা মহামারির মধ্যেও অর্থনীতি গতিশীল রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের এই অবস্থায় আমাদের অর্থনীতি যাতে স্থবির না হয়, সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, যার জন্য এখনো আমাদের অর্থনীতির গতি অনেকটা সচল। অনেক উন্নত দেশও কিন্তু এটা করতে পারছে না।’
শিক্ষার্থীদের উদ্দেশে নিয়মিত পড়াশোনা ও শরীর চর্চার করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, সবারই পড়ালেখার দিকে একটু উদ্যোগ থাকতে হবে। শিক্ষার্থীদের বাবা-মায়েদের এই বিষয়ে খেয়াল রাখতে বলেন তিনি।


সর্বশেষ - জাতীয় সংবাদ