1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

জেনারেল আজিজের ভিসা বাতিলের খবরটি গুজব

ইবার্তা সম্পাদনা পর্ষদ : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করার যে খবর সংবাদমাধ্যমে এসেছে তা ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য’ বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

সাবেক এই সেনাপ্রধানের ঘনিষ্ঠ একটি সূত্রের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে সেই সূত্রের মাধ্যমে তিনি এ দাবি করেছেন। এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন তিনি।

বিভিন্ন সংবাদমাধ্যমে জেনারেল আজিজের আমেরিকান ভিসা বাতিলের তথ্য প্রচার করা হলেও এর কোনো সূত্র প্রকাশ করা হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টও কোনো মন্তব্য করেনি। এমনকি জেনারেল আজিজকে চিঠি পাঠানোর দাবি করা হলেও তার বক্তব্য নেয়নি কোনো সংবাদমাধ্যম।

ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ বলেন, ‘আমেরিকার ভিসা বাতিল করার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।’

এমনকি আমেরিকার কোনো কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ফোন বা ই-মেইল বা ডাকযোগে এ-সংক্রান্ত কোনো তথ্য বা চিঠি পাননি বলেও জানান সাবেক সেনাপ্রধান।

তিনি বলেন, ‘এটি স্বার্থান্বেষী মহলের বিশেষ উদ্দেশ্যে পরিচালিত একটি গুজব।’

সূত্রের মাধ্যমে জেনারেল আজিজ বলেন, ‘গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সংবাদ সবাই আশা করে। গুজবের ওপর ভিত্তি করে সংবাদ প্রচার করা অসৎ উদ্দেশ্যকেই উৎসাহিত করবে।’

জেনারেল আজিজ আহমেদ ২০২১ সালের ২৪ জুন অবসরে যান।


সর্বশেষ - জাতীয় সংবাদ