1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিএনপির আহ্বান প্রত্যাখ্যান করে সংসদেই থাকছে জাপা

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

সরকার পতনের আন্দোলন করছে না জাপা। বিএনপির এমপিদের পদত্যাগের পর জাপার এমপিদের পদত্যাগ করতে বিএনপির আহ্বান প্রত্যাখ্যান করছে জাপা।

শনিবার (১০ ডিসেম্বর) রাতে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু এসব কথা জানান।

মুজিবুল হক চুন্নু বলেন, বিএনপি সংসদ থেকে পদত্যাগ করল কি-না সেটার সঙ্গে জাতীয় পার্টির কোনও সম্পর্ক নেই। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য রাজনীতি করছি আমরা। সংসদ থেকে পদত্যাগ করবে না জাপা।

তিনি বলেন, রাজনৈতিক কৌশল ও মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে বিএনপি। তাদের রাজনীতির সঙ্গে জাতীয় পার্টির আদর্শগত পার্থক রয়েছে। সমাবেশ থেকে আন্দোলনের কৌশল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছে বিএনপি। জাতীয় পার্টির রাজনৈতিক কৌশল থেকে যা অনেক ভিন্ন।

জাপা মহাসচিব বলেন, বিএনপির এমপিরা রাজনৈতিক কৌশল অনুযায়ী সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় পার্টির প্রতি আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। জাপার নিজস্ব রাজনীতি ও আদর্শ রয়েছে। সেই নীতি ও আদর্শ মতে রাজনৈতিক কৌশল ঠিক করে আন্দোলন চলছে আমাদের।


সর্বশেষ - জাতীয় সংবাদ