1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ

বানিজ্য প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩

খেলাপি ঋণ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ অবলোপন করা যাবে মামলা ছাড়াই। আগে ২ লাখ টাকা পর্যন্ত ঋণ অবলোপন করতে পারত ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এক সার্কুলার জারি করে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে।

সার্কুলারে বলা হয়েছে, কৃষি এবং সিএমএসএমই ঋণসহ অন্যান্য খাতের ঋণ অবলোপনের জন্য বাছাইকৃত ক্ষুদ্র অঙ্কের ঋণের মামলা খরচ ঋণ স্থিতি বিবেচনায় প্রায়শই অধিক হয়। তাই অর্থঋণ আদালত আইনের ২০০৩ আওতায় অত্যাবশ্যকীয়ভাবে মামলাযোগ্য না হলে ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষুদ্র অঙ্কের ঋণ অবলোপন করার আবশ্যকতা দেখা দিলে সে  ক্ষেত্রে আদালতে মামলা দায়ের ব্যতিরেকে অবলোপন করা যাবে। ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংকসমূহ তাদের প্রদত্ত বিনিয়োগের ক্ষেত্রে উল্লিখিত নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ব্যাংক খাতের বিষফোঁড়া হলো খেলাপি ঋণ। নানা সুবিধা দিয়েও কোনোক্রমেই বাগে আনতে পারছে না সরকার। এবার খেলাপি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ঋণ অবলোপন নীতিমালা শিথিল করা হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ