1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিশ্বকাপ শুটিংয়ে চমক দেখালেন বাংলাদেশের কলি

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

বিশ্বকাপ শুটিংয়ে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কামরুন নাহার কলি। শনিবার (২৮ জানুয়ারি) ১০ মিটার এয়াররাইফেল একক ইভেন্টে সেরা আটে জায়গা করে নিয়ে চমকই দেখিয়েছেন। ইন্দোনেশিয়ার জাকার্তায় বাছাইয়ে ৫৩ জন শুটারদের কলি ৬২৮.৪ স্কোর করে ষষ্ঠ হন।

তবে ফাইনালে ১৪৮.৫ স্কোর করে অষ্টম হতে হয়েছে। নিকট-অতীতে বাংলাদেশের কোনও শুটার এমন পারফরম্যান্স করে দেখাতে পারেননি।

জাকার্তা থেকে কলি বলেছেন, ‘আমাদের সবারই ঢাকায় অনুশীলনে ৬২৮ থেকে ৩০ স্কোর হয়েছিল। জাকার্তায় বাছাইয়ে তা আমি ধরে রেখেছি। তবে ফাইনাল রাউন্ডে ভালো করা যায়নি। এখন আর কিছু বলার নেই।’

এদিন দেশের অন্য তিন শুটার সাইরা আরিফিন ৬২৬.৫ স্কোর করে ১৫তম, নাফিসা তাবাসুম ৬২৬.৫ স্কোর করে ১৬তম ও সাজিদা হক ৬২৩.০ স্কোর করে ৩১তম হয়েছেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ