1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

দেশের বাজারে সবচেয়ে সস্তা বাইক হতে যাচ্ছে বক্সার

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১ মে, ২০২৪

ভারতীয় বাজারে টু-হুইলারের চাহিদা চোখে পড়ার মতো। এখানকার রাস্তা তুলনামূলক সরু হওয়ার কারণে টু-হুইলারের ব্যবহার বেশি হয়। গত কয়েক বছরে টু-হুইলার বিক্রির গ্রাফ এদেশে আশ্চর্যজনকভাবে ওপরে উঠেছে। এবার Bajaj Boxer-এর আধুনিক টেকনোলজির ওপর নির্ভর করে বাজারে আসতে চলেছে নতুন ভার্সন। এতে আপনারা শক্তিশালী 100cc-র ইঞ্জিন পেয়ে যাবেন। শীঘ্রই এটি রপ্তানি হবে বাংলাদেশের বাজারেও।

Bajaj Motors বিগত কয়েক বছর ধরে ভারতে ব্যবসা করছে। ভালো পরিষেবা আর দারুন মডেলের মাধ্যমে গ্রাহকদের মন জিতে নিয়েছে এই কোম্পানি। আধুনিক টেকনোলজির ব্যবহার করে দুর্দান্ত কোয়ালিটির টু-হুইলার ম্যানুফ্যাকচার করে Bajaj Motors। নতুন আপগ্রেডের সাথে আসতে চলেছে Bajaj Boxer-এর নতুন ভার্সন। জেনে নিন বিস্তারিত।

এই গাড়ি একাধিক দেশে লঞ্চ হয়েছে। আফ্রিকায় এই গাড়ির চাহিদা আর নাম খুবই বিখ্যাত। এই চাহিদার কারণেই আধুনিক টেকনোলজির ব্যবহার করে Bajaj Boxer লঞ্চ করা হয়। আফ্রিকায় এই টু-হুইলার খুব বিখ্যাত। আরো একবার নতুন টেকনোলজির ব্যবহার করে ভারতীয় বাজারে এই মডেলটির নতুন ভার্সন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। অন্যান্য দেশে এই মডেলের বিক্রি বেশ ভালই হয়। আফ্রিকায় এই মডেলটি 40 শতাংশ মার্কেট ধরে রেখেছে। এছাড়া এই মডেলটি কোম্পানির তরফ থেকেও বেশ প্রমোট করা হয়। দামও সাশ্রয়ী রাখার চেষ্টা করে কোম্পানি।

অন্যান্য দেশে এই গাড়ির চাহিদা বেশি হওয়ার খবর ভারতের মানুষদের কানেও এসে পৌঁছেছে। তারপর থেকে এই গাড়িটি নিয়ে মানুষের কৌতুহল অনেকটা বেড়ে গেছে। এই সুযোগকেই কাজে লাগাতে চাইছে Bajaj Motors। Bajaj Boxer-এর হাইপ ভারতে সৃষ্টি হওয়ার পর‍ এবার লঞ্চের পালা। ইতিমধ্যে এই মডেলটির লঞ্চের খবর সামনে আনা হয়েছে। অনেকেই মনে করছেন এই গাড়িটি ভারতীয় মার্কেটে রাজত্ব করবে। তবে কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো তথ্য সামনে আনা হয়নি।


সর্বশেষ - জাতীয় সংবাদ