1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

প্রথমবারের মতো ইনানী-সেন্ট মার্টিন রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

ভ্রমণপ্রেমীদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় স্পট প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটন মৌসুমে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভ্রমণ করেন এই দ্বীপ। কক্সবাজার শহর, টেকনাফ জেটিঘাট এবং চট্টগ্রাম থেকে সরাসরি সেন্ট মার্টিনে জাহাজে যাওয়া আসা করা যায়। তবে পর্যটকদের ভ্রমণের নতুন দ্বার খুলেছে। এবার ইনানী সি বিচ থেকে পর্যটক নিয়ে জাহাজ যাচ্ছে সেন্ট মার্টিন।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ইনানী থেকে এমভি কর্ণফুলি এক্সপ্রেস জাহাজ চলাচল শুরু হয়। এর মাধ্যমে সেন্ট মার্টিন ভ্রমণে সময় ও খরচ দুটোই কমল। নৌবাহিনীর এই জেটিতে ভ্রমণপিপাসুদের ভিড় দেখা গেছে।

জাহাজটির কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক হোসাইন ইসলাম বাহাদুর জানান, সকাল সাড়ে ৯টায় জাহাজটি ইনানী থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। এটি দুপুর সাড়ে ১২টা নাগাদ সেন্ট মার্টিনে গিয়ে পৌঁছায়। বিকেল ৩টায় সেন্ট মার্টিন থেকে ফের রওনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ইনানী জেটিতে আসে।

রোববার পরীক্ষামূলক যাত্রা হলেও আগামী ১১ জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে এই রুটে প্রতিদিন জাহাজ চলাচল করবে বলে জানা গেছে।

এদিকে ইনানী থেকে জাহাজ চলাচল শুরু হওয়ায় সেন্ট মার্টিনগামী পর্যটকদের খরচ ও সময় কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ - জাতীয় সংবাদ