1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ইব্রাহিমের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান ও হাতঘড়ি প্রতীকের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাতে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী এলাকায় অবস্থিত ওই অফিসে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ইব্রাহিমের।

কল্যাণ পার্টির এই প্রার্থী জানান, কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী সিএনজি স্টেশনের কাছে হাতঘড়ি মার্কার নির্বাচনী অফিসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তাঁর নির্বাচনী অফিস ছাড়াও একটি সারের দোকান পুড়ে যায়।

তিনি বলেন, অফিসে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চকরিয়া উপজেলার ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ