1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সব প্রতিবন্ধীকে ভাতা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

দেশের সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা হচ্ছে। এ জন্য প্রতিবন্ধীদের চিহ্নিত করার কাজ চলছে। এ পর্যন্ত ২৪ লাখ ৮১ হাজার ১৯৯ জন প্রতিবন্ধী চিহ্নিত হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধীদের সেবা ও সাহায্য কাঠামোর আইনি ভিত্তি দিতে ‘প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আইনি কাঠামো প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মন্ত্রণালয় ও পরিসংখ্যান ব্যুরোকে সমন্বিতভাবে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়।
 
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান এবং কমিটির সদস্য সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আরমা দত্ত অংশ নেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ