1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাচ্ছে বইমেলায়

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

বাঙালির প্রাণের উৎসব বইমেলা। লেখক-পাঠক-প্রকাশকের মিলনমেলাও। এই মেলাকে ঘিরে ভিড় জমান অগণিত পাঠক। এর বড় একটি অংশই নারী। সেই নারীদের কথা মাথায় রেখে কেন্দ্রবিন্দু প্রকাশনী বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করছে।

বইমেলায় মুক্তমঞ্চের পূর্বপাশে ৫৭৩ নম্বর স্টল কেন্দ্রবিন্দু প্রকাশনীর। তাদের স্টলের সামনে যেতেই দেখা যায় দুটি ব্যানার। একটিতে লেখা, ‘বইমেলায় কেন্দ্রবিন্দুর স্টলে ফ্রি স্যানিটারি ন্যাপকিন থাকবে বোনদের জন্য। আপনি বই কিনুন বা না কিনুন, ইমার্জেন্সিতে স্টলে চাইলেই হবে।’

অন্যটিতে লেখা, ‘প্রিয় বোন, ইমার্জেন্সি হতেই পারে। প্রয়োজনে, সংকোচ না করে যোগাযোগ করুন আমাদের স্টলে।’ সেখানে যোগাযোগের জন্য তাদের ফোন নম্বরও দেওয়া আছে। মেলায় ঢুকে এই নম্বরে যোগাযোগ করলে অথবা সরাসরি স্টলে গেলেই বিনা মূল্যে এই ন্যাপকিন পাওয়া যাবে।

কেন্দ্রবিন্দু প্রকাশনীর বিক্রয়কর্মী হাসনা আক্তার মিম বলেন, ‘প্রতিটি মেয়েকেই ঋতুস্রাব চক্রের মধ্য দিয়ে যেতে হয়। নারীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এটি। প্রতি মাসে এই চক্রের জন্য নির্দিষ্ট সময় থাকলেও অনেকের ক্ষেত্রেই আকস্মিকভাবে এটি শুরু হতে পারে। এ বিশেষ সময়ে নারীদের সুরক্ষার জন্য স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সুযোগ করে দিয়েছে কেন্দ্রবিন্দু। বইমেলায় এমন উদ্যোগ এবারই প্রথম। এ সুযোগ গ্রহণ করতে প্রকাশনা সংস্থার কোনো শর্ত নেই। নারীরা যেন নিঃসংকোচে এগিয়ে আসতে পারেন, সেজন্য আমরা সর্বদা সচেতন।’

কীভাবে এমন ভিন্নধর্মী একটি চিন্তা মাথায় এলো? সে প্রসঙ্গে কেন্দ্রবিন্দুর প্রতিষ্ঠাতা ওয়াহিদ তুষার বলেন, ‘পিরিয়ড বিষয়টি আমাদের সমাজে এখনো একটি ট্যাবু। কিন্তু বিষয়টি খুবই স্বাভাবিক ও প্রাকৃতিক। যেহেতু এটি নির্দিষ্ট দিনেই হিসেব করে হয় না। তাই অনেকেরই প্রিপারেশন থাকে না। আরেকটি বড় সংকট হচ্ছে মেলার মাঠের ১ কিলোমিটারের মধ্যে কোনো ফার্মেসি নেই। তাই একজন বোন চাইলেও তখন কোনো সমাধান পান না। তাই আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। যাতে আমাদের বোনেরা ইমার্জেন্সিতে বিপাকে না পড়েন।’

তিনি আরও বলেন, ‘মেলার প্রথম দিন বিষয়টি সবারই নজর কেড়েছে। যেহেতু প্রচারণা সেভাবে ছিল না, তাই অনেকেই সেভাবে জানতেন না। তবে মেলা ঘুরে বেড়ানোর পর থেকে দর্শনার্থীরা এটি নিয়ে সম্মুখেই আলোচনা করেছেন, উদ্যোগের প্রশংসা করেছেন। দ্বিতীয় দিন থেকে বুঝতে পেরেছি আমাদের উদ্যোগ নারীদের জন্য কতটা সহযোগিতাপূর্ণ ছিল। আমাদের কাছে অনেকেই এসে স্যানিটারি ন্যাপকিন নিয়ে গেছেন। তাদের সাহায্য করতে পেরে আমরা আনন্দিত।’

বইমেলার দর্শনার্থী জুমানা নায়িলাত শখ বলেন, ‘কেন্দ্রবিন্দুর এ উদ্যোগের জন্য আমাকে বিপাকে পড়তে হয়নি। সত্যি বলতে এ উদ্যোগ অনেক প্রশংসনীয়। ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। কেন্দ্রবিন্দু প্রকাশনীর এ উদ্যোগ সাহসিকতার পরিচয় রাখে।’


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত

ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আম উপহার

দ্ব্যর্থহীন প্রশংসনীয় অগ্রগতিতে বাংলাদেশ 

অগ্নিসন্ত্রাস : একমাত্র সম্বল বাসটি আগুনে পুড়তে দেখে জ্ঞান হারালেন মালিক

ফাইভজিসহ সাড়ে ১০ হাজার কোটি টাকার তরঙ্গ কিনলো চার অপারেটর

১১৬ ‘ধর্ম ব্যবসায়ী’ নজরদারিতে

মাহিন্দা রাজাপাকসেকে ঢাকায় অভ্যর্থনা

প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও অর্থ বরাদ্দ পাচ্ছে না টেলিটক

সৌদি আরবের কথিত সংস্কার বা দৃশ্যমান কিছু পরিবর্তন বিশ্ববাসীর আশাবাদী হবার কোন কারণ নেই : সুষুপ্ত পাঠক

দগ্ধ রোগীরা উপজেলা পর্যায়েও চিকিৎসা পাবে

থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া সেই বাসের চালক গ্রেপ্তার