1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

লাইনচ্যুত ট্রেন, ৪০ হাজার লিটার ডিজেল খালে

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

চট্টগ্রামে ডিজেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল পাশের খালে গিয়ে পড়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম স্টেশনের পরিদর্শক আমান উল্লাহ বলেন, ‘ট্রেনটি ডিপো থেকে তেল ভর্তি করে ইয়ার্ডে ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে প্রায় ৪০ হাজার লিটার তেল পড়ে গেছে।’

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গুডস পোর্ট ইয়ার্ড চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। একটি ওয়াগনে থাকা পুরো তেল পড়ে গেছে। আরও দুটির প্রায় অর্ধেক তেল পড়েছে। আনুমানিক ৪০-৫০ হাজার লিটার তেল ড্রেন দিয়ে পাশের খালে গিয়ে পড়েছে। তবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।’


সর্বশেষ - জাতীয় সংবাদ