1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পদ্মা সেতু: দেড় হাজার কোটি টাকা টোল আদায়ের মাইলফলক

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

টোল আদায়ে দেড় হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে স্বপ্নের পদ্মা সেতু। রোববার (২৮ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সেতু উদ্বোধনের পরদিন থেকে গতকাল শনিবার (২৭ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত এই পরিমাণ টোল আদায় করা হয়।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে এক কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি যান চলাচল করেছে। এসব যানবাহন থেকেই দেড় হাজার কোটি টাকার টোল আদায় হয়েছে।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন ২৬ জুন থেকে সেতুতে গণপরিবহন চলাচল শুরু হয়। এর মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের এক-তৃতীয়াংশ জেলা রাজধানী ঢাকা ও বাকি অংশের সঙ্গে যুক্ত হয়। সেতুতে প্রথম দিন ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে ওই দিন ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়েছিল।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত