1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে ইতিবাচক উজবেকিস্তান

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান ওষুধের চাহিদার বেশিরভাগই মেটায় আমদানি করে। ওই দেশে বাংলাদেশের ওষুধ রফতানির সুযোগ নিয়ে আলোচনা করেছেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম ও উজবেক স্বাস্থ্যমন্ত্রী আসিলবেগ খুদাইরভ। এ সময় বাংলাদেশ থেকে ওষুধ আমদানির ক্ষেত্রে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন উজবেক স্বাস্থ্যমন্ত্রী।

উজবেকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানান, তাদের চাহিদার বেশিরভাগ মেটায় আমদানি করা ওষুধ দিয়ে। এ সময় তিনি বাংলাদেশ থেকে ওষুধ আমদানির ক্ষেত্রে ইতিবাচক মনোভাব পোষণ করেন।

বাংলাদেশের চিকিৎসকদের অভিজ্ঞতা ও দক্ষতা, বিশেষ করে হৃদরোগ ও স্নায়ু বিজ্ঞান বিষয়ে উজবেকিস্তানের জন্য উপকারী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দু’দেশের স্বাস্থ্য-সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিশেষজ্ঞ ও গবেষক পর্যায়ে সফর বিনিময়ের ওপর তিনি জোর দেন।

রাষ্ট্রদূত ড. ইসলাম ওষুধ শিল্পে বাংলাদেশের অগ্রযাত্রা, সাফল্য ও স্বীকৃতির উল্লেখ করে এ খাতে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে বলে জানান।

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের মেধা, দক্ষতা ও যোগ্যতার বর্ণনা দিয়ে রাষ্ট্রদূত বলেন, প্রয়োজনের আলোকে উজবেকিস্তানের স্বাস্থ্যসেবার অগ্রগতি ও সমৃদ্ধিতে তারা কার্যকরি আদান রাখতে পারেন। তিনি স্বাস্থ্য শিক্ষা পরিসরে দু’দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেকার যোগাযোগকে আরওে নিবিঢ় ও অর্থবহ করার ওপর জোর গুরুত্ব আরোপ করেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত