1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশের সোলার প্রকল্পে এডিবির অর্থায়ন

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের মধ্যে ১২১ দশমিক ৫৫ মিলিয়ন ডলারের অর্থ প্যাকেজ সই হয়েছে। বাংলাদেশের পাবনায় ১০০ মেগাওয়াট গ্রিড সংযুক্ত সৌর ফটোভোলটাইক প্ল্যান্ট নির্মাণ এবং পরিচালনার জন্য এই প্যাকেজ সই করা হয়।

এটি দেশে প্রথম কোনো বেসরকারি সৌরবিদুৎ কেন্দ্রে বিনিয়োগ হয়েছে বহুজাতিক সংস্থাটির।

এডিবি এই ঋণ প্যাকেজটিকে কাঠামোগত এবং সিন্ডিকেটভাবে সাজিয়েছে। এতে এডিবি ৪৬ দশমিক ৭৫ মিলিয়ন ডলার ঋণ, আইএলএক্স ফান্ড থেকে ২৮ দশমিক ০৫ মিলিয়নের সিন্ডিকেটেট বি ঋণ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি থেকে ৪৬ দশমিক ৭৫ মিলয়ন ডলারের ঋণ নিয়েছে।

এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি বার্ষিক ১৯৩ দশমিক ৫ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে এবং বছরে ৯৩ হাজার ৬৫৪ টন কার্বন ডাই অক্সাইড দূষণ রোধ করবে।

পিটি ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন বলেন, ‘এডিবির নেতৃত্বে আন্তর্জাতিক ঋণদাতাদের সহায়তায় বাংলাদেশে বেসরকারি খাতে সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন করতে পেরে আমরা আনন্দিত।’


সর্বশেষ - জাতীয় সংবাদ