1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পাটজাত পণ্য রপ্তানি করলে নগদ সহায়তা

বাণিজ্য প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ৬ জুলাই, ২০২২

বৈচিত্র্যকৃত পাটজাত পণ্য রপ্তানি করলে নগদ সহায়তা দেওয়া হবে। এসব পণ্যে ন্যূনতম ৫০ ভাগ মূল্যমানের পাটের ব্যবহার থাকতে হবে।

মঙ্গলবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুল জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ফুড গ্রেড ব্যাগ, ক্লথ, ইয়ার্ন, টোয়াইন বৈচিত্র্যকৃত পাটজাত পণ্য হিসেবে রপ্তানিতে বিদ্যমান হারে প্রণোদনা প্রাপ্য হবে। তবে সেগুলো হেসিয়ান, সেকিং, সিবিসি এবং ছয় কাউন্ট ও তদূর্ধ্ব পাট সুতা ব্যতীত। এসব পণ্যে ন্যূনতম ৫০ ভাগ মূল্যমানের পাটের ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে।

অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় বা নিরীক্ষা ফার্মের নিকট অপেক্ষমাণ অনিষ্পন্ন আবেদনগুলোসহ এ সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী সময়ে দাখিলযোগ্য আবেদনের ক্ষেত্রে আলোচ্য নির্দেশনা কার্যকর হবে।

২০১৯ সালের ২২ সেপ্টেম্বর জারি করা সার্কুলার অনুযায়ী, বৈচিত্র্যকৃত পাটজাত পণ্যের জন্য ২০ শতাংশ রপ্তানি ভর্তুকি ঘোষণা করা হয়। একই হারে নগদ সহায়তা দেওয়া হবে বৈচিত্রকৃত পাটজাত পণ্য রপ্তানিতে।


সর্বশেষ - জাতীয় সংবাদ