1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ক্রিকেটে সহযোগিতা বৃদ্ধি করবে বাংলাদেশ-ইন্দোনেশিয়া

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

ক্রিকেটে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। এ‌ক্ষেত্রে উভয়পক্ষ ম্যাচ বিনিময় এবং খেলোয়াড়দের প্রশিক্ষণের বিষয়ে জোর দিয়েছে।

রোববার (৩ জানুয়া‌রি) ইন্দোনে‌শিয়ার বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানায়।

ই‌ন্দোনে‌শিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, বালিতে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শেষ বৈঠকে ইন্দোনেশিয়া ক্রিকেট কাউন্সিলকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রী নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন। ওই বৈঠকে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইন্দোনেশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট অভিরাম সিং যাদব ও মহাব্যবস্থাপক ফিরমানসাহ আফি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার ক্রিকেটে সহযোগিতা বৃদ্ধির ইচ্ছা প্রকাশ করেছেন।

বৈঠকে ই‌ন্দোনে‌শিয়ার ক্রিকেটে বাংলাদেশের সহযোগিতা ছাড়াও ব্যাডমিন্টন টেবিল টেনিসে ইন্দোনেশিয়ার বাংলাদেশকে সহযো‌গিতার বিষয়ে আলোচনা হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ