1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

মাত্র ৬.৫ ওভারে ওয়ানডে ম্যাচ জিতল অজিরা 

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

৮৬ রানের টার্গেট। অস্ট্রেলিয়া লক্ষ্যটা ছুঁয়ে ফেলল মাত্র ৪১ বল অর্থাৎ ৬ দশমিক ৫ ওভারেই। উইকেট পড়ল কেবল দুটি। এতটুকু দেখলে মনে হতেই পারে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট টি-টেন কিংবা বড়জোর টি-টোয়েন্টিতে লো স্কোরিং কোনো ম্যাচের কথা বলা হচ্ছে হয়ত। তবে এটি ছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচের স্কোরকার্ড।

টানা দুই হারে আগেই সিরিজ খুইয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আজ ক্যানবেরাতে খেলতে নেমে ভুলে যাওয়ার মতোই দিন পার করল ক্যারিবীয়রা। শুরুতে ব্যাট করতে নেমে ২৪.১ ওভারে ৮৬ রানে অলআউট হয়েছিল ক্যারিবীয়রা।

জবাবে জেইক ফ্রেজার-ম্যাগার্ক ও জশ ইংলিশের বিস্ফোরক ইনিংসে ২৫৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। রেকর্ডবুক বলছে, ওয়ানডে ইতিহাসে সংক্ষিপ্ততম জয়ের তালিকায় এই ম্যাচটি ষষ্ঠতম। এ ছাড়া ওয়ানডেতে অস্ট্রেলিয়ার এটাই সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড। এর আগে ২০০৪ সালে সাউদাম্পটনে যুক্তরাষ্ট্রের ৬৬ রান ২৫৩ বল হাতে রেখে জিতেছিল অস্ট্রেলিয়া।


সর্বশেষ - জাতীয় সংবাদ