1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিদেশি পিস্তলসহ আলমগীর বাহিনী’র প্রধান গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ৯ মার্চ, ২০২২
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ‘আলমগীর বাহিনী’র প্রধান জহিরুলকে (৩২) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

মঙ্গলবার (৮ মার্চ) মোহাম্মদপুর থানার বিআরটিসি বাস ডিপো এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন ই-বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নবী ও আর্মি আলমগীর বাহিনী’র অন্যতম প্রধান সদস্য জহিরুল মোহাম্মদপুর থানার বিআরটিসি বাস ডিপো সংলগ্ন যাত্রী ছাউনির সামনে অবৈধ অস্ত্র নিয়ে দস্যুতা করার উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়।

এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

গ্রেফতার জহিরুল মোহাম্মদপুর ও আদাবর থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে দস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করতেন। তার দখলে থাকা পিস্তলের বৈধতা সম্পর্কে কোনো লাইসেন্স বা কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি। জহিরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা এ কর্মকর্তা।


সর্বশেষ - জাতীয় সংবাদ