1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

কাতারে প্রসারিত হচ্ছে বাংলাদেশের পোশাক খাত

বাণিজ্য প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ৩০ মার্চ, ২০২২

কাতারে বাংলাদেশের তৈরি পোশাক বিপণন ও প্রসারের প্রস্তুতি নিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।কাতারে বাংলাদেশের মালিকানাধীন তেমন কোনো তৈরি পোশাক প্রতিষ্ঠান গড়ে না উঠলেও ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের তৈরি পোশাককে ব্র্যান্ডিং করার সুযোগ কাজে লাগাতে প্রস্তুত প্রবাসী ব্যবসায়ীরা।

পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক শীর্ষস্থান দখল করলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেকটা পিছিয়ে। কারণ, এসব দেশে বাংলাদেশি মালিকানাধীন তেমন কোন ব্যবসা প্রতিষ্ঠান বা গার্মেন্টস নেই। তাই বাংলাদেশের তৈরি পোশাক গুণে-মানে সেরা হলেও কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেকটা পিছিয়ে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি।

ভারতীয় গার্মেন্টস পণ্য ও তৈরি পোশাক বাংলাদেশের চেয়ে গুণে-মানে খারাপ হলেও, কেরালার ব্যবসায়ীদের আধিপত্যের কারণে মধ্যপ্রাচ্যের বড় বাজার তাদের দখলে।

তবে এবার ঘুরে দাঁড়িয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। কাতার ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ভারতীয় ব্যবসায়ীদের পেছনে ফেলতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বাংলাদেশের তৈরি পোশাক ও গারমেন্টস পণ্যের প্রসারে তারা এবার পুরোপুরি প্রস্তুত।

স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এত দিন মধ্যপ্রাচ্যের পোশাক খাত ভারতীয়দের দখলে ছিল। বর্তমানে বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে প্রসারিত করছে। চলতি বছরেই কাঙ্ক্ষিত মুনাফার আশা করছেন তারা।

ইউরোপ-আমেরিকার পর মধ্যপ্রাচ্যে তৈরি পোশাকের বাজার ধরতে পারলে বাংলাদেশ হবে লাভবান, বাড়বে রেমিট্যান্স, দেশের অর্থনীতি হবে আরও শক্তিশালী- এমনটাই আশা করছেন কাতারপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।


সর্বশেষ - জাতীয় সংবাদ