1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

‘সাইদীকে চাঁদে দেখা’ সব আসামি জামিনে মুক্ত, বিচার হয়নি ১১ বছরেও 

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৩ মার্চ, ২০২৪

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বগুড়ায় তাণ্ডবের ঘটনায় ১০৪ মামলার একটিরও বিচার শেষ হয়নি ১১ বছরে। এসব মামলার সাড়ে চার হাজার আসামির সবাই জামিনে মুক্ত। এ পরিস্থিতিতে হতাশ ভুক্তভোগী ও সাক্ষীরা। এ বছরের মধ্যেই কয়েকটি মামলার রায় হতে পারে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

২০১৩ সালের ৩ মার্চ যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাইদীকে চাঁদে দেখা যাচ্ছে এমন গুজব ছড়ায় বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা। মসজিদে মাইকিংয়ের পাশাপাশি প্রচার শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমেও। লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় ১২টি থানা-ফাঁড়ি এবং সরকারি-বেসরকারি ভবনে। মারা যান নারী-শিশুসহ অন্তত ১১ জন। এসব নাশকতার ঘটনায় ১০৪টি মামলা হলেও বিচার শেষ হয়নি একটিরও। অনেক মামলার সাক্ষ্যগ্রহণই শেষ হয়নি। দীর্ঘ দিনেও বিচার না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন সাক্ষী ও প্রত্যক্ষদর্শীরা।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ নন্দীগ্রামে বসবাস করে। সেখানকার উপজেলা পরিষদ ও থানাতেও তখন ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয়। আমি তাদের অনেকবার নিষেধ করেছিলাম।’

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বিদেশে বসবাসকারী সাক্ষীদের দেশে এনে স্বল্প সময়ের মধ্যে মামলার রায় দেওয়া উচিত।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মতিনের দাবি, এ বছরের মধ্যে বেশ কয়েকটি মামলার রায় হতে পারে।

এসব মামলার ৪ হাজার ৭৫১ আসামির সবাই জামিনে মুক্ত।


সর্বশেষ - জাতীয় সংবাদ