1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

কুমিল্লায় প্রথম নগরমাতা ও মুন্সীগঞ্জ পৌরসভায় প্রথম নারী মেয়র নির্বাচিত

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১০ মার্চ, ২০২৪

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে (কুসিক) নগরীর প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন তাহসীন বাহার সূচনা।

মোট ১০৫টি কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে দেখা যাচ্ছে, ডা. তাহসীন বাহার সূচনা বাস প্রতীকে ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান সাক্কু ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।

এছাড়াও ঘোড়া প্রতীকে নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট। হাতি প্রতীকে নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

কুমিল্লা সিটি করপোরেশনে ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৯৪ হাজার ১১৫। ভোটের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

মুন্সীগঞ্জ পৌরসভায় প্রথম নারী মেয়র ফাহরিয়া

মুন্সীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে বিপুল ভোটে প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। জগ প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট ২১ হাজার ৯৯৪। তার নিকটতম এবং একমাত্র প্রতিদ্বন্দ্বী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাবউদ্দিন কল্লোল নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৬১০টি।

শনিবার (৯ মার্চ) বিকেলে শহরের জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ।

তিনি জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। পৌরসভাটিতে মোট ভোটার ৫৭ হাজার ৯৬২ জন। এই নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি এবং র‌্যাব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে ছিলেন। ইভিএম পদ্ধতিতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে খুশি ভোটারা।

চৌধুরী ফাহরিয়া আফরিন তার প্রতিক্রিয়ায় বিপুলভোটে নির্বাচিত করায় পৌরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পৌরসভার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করার প্রতিজ্ঞাব্যক্ত করেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন মোট ২২ হাজার ৬০৪ ভোটার, যা মোট ভোটের ৩৮ দশমিক ৯৯ শতাংশ।

পৌরসভার নির্বাচিত মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে বিজয়ী হন। সেই শূন্য পদেই মেয়র নির্বাচিত হলেন তারই স্ত্রী।


সর্বশেষ - জাতীয় সংবাদ