1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সমঝোতায় বেনাপোল টার্মিনালের কাজ শুরু

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১৩ মার্চ, ২০২৪

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া ভেহিক্যাল টার্মিনালের নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সমঝোতা হওয়ায় মঙ্গলবার (১২ মার্চ) বিকেল থেকে টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়েছে। বেনাপোল স্থলবন্দর পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

রেজাউল করিম বলেন, ‘গত ২৫ জানুয়ারি ১৬ একর কাজ বিএসএফের বাধার মুখে বন্ধ হয়ে যায় ভেহিক্যাল টার্মিনালের একাংশ ও সীমান্ত প্রাচীর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে গত সোমবার (১১ মার্চ) বিকেলে বন্দর টার্মিনালে বিষয়টি সমাধানে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। এদিন বিকেলে পেট্টাপোল বিএসএফ ও বন্দর কর্তৃপক্ষ কাজ করার অনুমতি দেয়। ফলে মঙ্গলবার বিকাল থেকে শুরু হয়েছে নির্মাণ কাজ।’

বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে সৃষ্ট জটিলতার সুরাহা সম্ভব হয়েছে। কাজটি যত দ্রুত সম্পন্ন হবে ততই ব্যবসায়ীরা উপকৃত হবে।’


সর্বশেষ - জাতীয় সংবাদ