1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ঈদের কেনাকাটা-ভিড় বাড়ছে নিউমার্কেটে

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ১৬ মার্চ, ২০২৪

রাজধানীর নিউমার্কেটে ঈদের কেনাকাটা শুরু হয়েছে। রমজানের চতুর্থ দিনে এসে বেড়েছে ক্রেতা সমাগম। এরমধ্যে শুক্রবার ছুটির দিন হওয়ায় মার্কেটে ভিড় আরও বেশি।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে নিউমার্কেটে দেখা যায়, বিভিন্ন বয়সের মানুষ কেনাকাটা করতে এসেছে। ক্রেতাদের এমন সমাগম দেখে ঈদে ভালো বিক্রির আশা দেখছেন বিক্রেতারা।

নিউমার্কেটের কাপড় বিক্রেতা জসিম উদ্দিন বলেন, করোনার পর ব্যবসার খুব খারাপ অবস্থা ছিল। গত কয়েক বছর ব্যবসা সেভাবে ভালো হয় নাই। এবার রমজানের প্রথম থেকেই মোটামুটি ভালো ক্রেতা পাচ্ছি। আশা করছি বিক্রি ভালো হবে।

নিউমার্কেটের আরেক কাপড় ব্যবসায়ী নাসিমুল বলেন, ঈদে বিক্রির জন্য আগেভাগেই দোকানে নতুন কাপড় তুলছি। ক্রেতার চাহিদা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ডিজাইনের পোশাক আন হয়েছে। আশা করি এবার ভালো বিক্রি হবে।

নিউমার্কেটে কাপড় কিনতে আসা সরকারি চাকরিজীবী আসমা আক্তার বলেন, ঈদের আগে কেনাকাটা করা বেশ ঝামেলার। অনেক ভিড় থাকে। আজ ছুটির দিন, এজন্য এসেছি।

রাজধানীর লালবাগ থেকে পরিবারসহ কেনাকাটা করতে এসেছেন আকলাসুর রহমান। তিনি বলেন, ঈদের সময় মার্কেটে অনেকে ভিড় থাকে। গতবার ঈদের আগে কেনাকাটা করতে এসে খুব ঝামেলায় পড়তে হয়েছিলো। তাই এবার আগেই মার্কেটে এসেছি।

নিউমার্কেটের দোকানগুলোতে ক্রেতা সমাগমের পাশাপাশি রাস্তায় ফুটপাতে থাকা দোকানেও ক্রেতাদের ভিড় দেখা গেছে। মার্কেটের তুলনায় ফুটপাতের দোকানে জিনিসপত্রের দাম কম থাকায় এখানে অনেকেই কেনাকাটা সারছেন।

আফিয়া মিম নামের এক ক্রেতা বলেন, ফুটপাতে দাম একটু কম থাকে। তাই এখান থেকে কিছু জিনিসপত্র কিনেছি।

নিউমার্কেট ছাড়াও নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গ্লোব শপিং কমপ্লেক্স, নুরজাহান মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেটসহ আশপাশের মার্কেটগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা গেছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ