1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

রমনার বটমূলে ফিরছে ছায়ানটের বর্ষবরণ আয়োজন

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৩ এপ্রিল, ২০২২

বছর দুই পর আবারো রমনা বটমূলে ফিরছে ছায়ানটের বর্ষবরণ আয়োজন। নব আনন্দ জাগো, থিমে এবার নতুন বছরকে বরণ করবে ঐতিহ্যবাহী এই সংগঠনটি। এবারের আয়োজনেও মানা হচ্ছে স্বাস্থ্যবিধি।

ছায়ানট সভাপতি সনজীদা খাতুন জানিয়েছেন, এর আগেও রমজানে তিনবার বর্ষবরণ আয়োজন করেছিল ছায়ানট।

নতুন বাংলা বছরের প্রথম সূর্যোদয়ে আবারো রমনার এই বটমূল মূখর হবে সুর আর বাণীতে। ১৯৬৭ তে শুরু হওয়া বর্ষবরণের এই ঐতিহ্যে, করোনার আগে ছেদ পড়েছিল শুধু ১৯৭১ এ। ছায়ানটের প্রত্যাশা, উৎসবের ধারায় বটমূলে বাঙালির প্রত্যাবর্তন হবে সংযমী, প্রাণবন্ত আর আনন্দঘন।

রমজানে বর্ষবরণের আয়োজনে কোন সংশয় আছে কি না, এমন প্রশ্নের জবাবে ছায়ানট সভাপতি বললেন, এর আগেও এমনকি পাকিস্তান আমলেও রমজানে বর্ষবরণ হয়েছে রমনায়।

এর মধ্যেই মাসব্যাপী চলছে মহড়া। বরাবর সোয়াশো’র মতো শিল্পী বর্ষবরণে অংশ নিলেও স্বাস্থ্যবিধি বিবেচনায় কমিয়ে আনা হয়েছে শিল্পী সংখ্যা। ভোরের আলোয় রাগ সংগীতে শুরু হবে বর্ষবরণ আয়োজন।


সর্বশেষ - জাতীয় সংবাদ