1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

রেমিট্যান্সে সুবাতাস: এপ্রিলের ১ম পাঁচ দিনে এলো ৪৫ কোটি ৫৪ লাখ ডলার

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

ঈদের আগের সপ্তাহে (১-৫ এপ্রিল পর্যন্ত) প্রবাসী বাংলাদেশিরা ৪৫ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ব্যাংক কর্মকর্তারা বলছেন, গত মার্চ মাসে প্রতি সপ্তাহে ৪০ থেকে ৫০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। সে হিসাবে এপ্রিলের প্রথম ৫ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। মূলত প্রবাসীরা ঈদ উপলক্ষে আত্মীয়-স্বজনদের কাছে অর্থ পাঠানোর কারণেই বেড়েছে রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, টানা দুই মাস রেমিট্যান্স আয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকার পরে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় দর বাড়ার ঘটনায় মার্চে রেমিট্যান্স ২০০ কোটি ডলারের নিচে নামে।

ব্যাংকাররা বলছেন, ডলারের দাম কমার ঘটনা- প্রবাসীদের ব্যাংকিং চ্যানেল বা বৈধ পথে তাদের কষ্টার্জিত আয় পাঠানো থেকে নিরুৎসাহিত করে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে প্রবাসীরা ১৯৯ কোটি ডলার দেশে পাঠান। ফেব্রুয়ারিতে যা ছিল ২১৬ কোটি ডলার এবং জানুয়ারিতে ২১১ কোটি ডলার। মার্চ মাসের বেশিরভাগ দিনে এক মার্কিন ডলারের বিনিময় দর কমে দাঁড়ায় ১১২ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১১৩ টাকায়। সে তুলনায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডলারের দর ছিল ১২০-১২২ টাকা পর্যন্ত।


সর্বশেষ - জাতীয় সংবাদ