1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

শ্রীকাইল গ্যাসক্ষেত্রের কম্প্রেসর কিনতে চুক্তি

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন তিনটি ওয়েলহেড কম্প্রেসর ও আনুষঙ্গিক ফ্যাসিলিটিজ সংগ্রহ এবং স্থাপনে চুক্তি সই হয়েছে।

‘শ্রীকাইল গ্যাসক্ষেত্রের জন্য ওয়েলহেড কম্প্রেসর সংগ্রহ ও স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় মঙ্গলবার (২৩ এপ্রিল) স্থানীয় হোটেলে বাপেক্স ও এসসি ইউরো গ্যাস সিস্টেমস এসআরএল, রোমানিয়ার মধ্যে চুক্তি হয়।

সেখানে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব ও এসসি ইউরো গ্যাস সিস্টেমসের প্রতিনিধিসহ বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) শ্রীকাইল গ্যাসক্ষেত্রের জন্য ওয়েলহেড কমপ্রেসর সংগ্রহ ও স্থাপন প্রকল্পটি গ্রহণ করেছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পরিপ্রেক্ষিতে এ চুক্তি হয়। এতে ব্যয় হবে ১৫ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলার।

তিনটি ওয়েলহেড কম্প্রেসর ও আনুষঙ্গিক ফ্যাসিলিটিজ সংগ্রহ এবং স্থাপনকাজ সম্পন্নের ফলে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের গ্যাস কূপগুলো থেকে দৈনিক সর্বাধিক পরিমাণে গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ