1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পর্তুগালে ব্যবসা-বাণিজ্যে প্রভাব বেড়েছে বাংলাদেশিদের

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ৮ মে, ২০২৪

পর্তুগালের বন্দর নগরী পোর্তোয় দিন দিন ভালো অবস্থান তৈরি করছে বাংলাদেশি ব্যবসায়ীরা। এখানকার স্যুভেনির ও রেস্টুরেন্ট ব্যবসার বেশিরভাগই বাংলাদেশিদের দখলে। তাই এই ব্যবসায় নতুনদেরও স্বাগত জানিয়েছেন অভিজ্ঞরা।
প্রায় তিন দশকের বেশি সময় ধরে পোর্তো শহরে বাংলাদেশিদের পথচলা। সময়ের পরিক্রমায় পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতে বিভিন্ন ধরনের ব্যবসা করছে বাংলাদেশিরা। এই শহরের পর্যটন খাতের সিংহভাগ স্যুভেনির ব্যবসাই

বাংলাদেশি ব্যবসায়ীদের মালিকানাধীন। এছাড়াও মিনি সুপার মার্কেট, রেষ্টুরেন্ট ও পাইকারি ব্যবসায়ে ভালো অবস্থান তৈরি করেছেন তারা।

পর্তুগালের বাংলাদেশি ব্যবসায়ী করিম উল্লাহ মজুমদার বলেন, ‘এখানে খুবই ভালো ব্যবসা হচ্ছে। আশা করছি ভবিষ্যতে আরও ভালো ব্যবসা হবে।’

গ্রীষ্ম মৌসুমে বিপুল সংখ্যক বিদেশি পর্যটকের আগমন ঘটে পর্তুগালে। এতে ব্যস্ততা বাড়ে পর্যটন নির্ভর ব্যবসার। তাই এই মৌসুম সামনে রেখে ব্যবসা আরও ভালো হওয়ার আশা প্রবাসী ব্যবসায়ীদের।

পর্তুগালের বাংলাদেশি ব্যবসায়ী কপিল উদ্দিন ভূঁইয়া শাকিল বলেন, “বেশিরভাগ পর্তুগালের হাট বলা হয় এমন জায়গাগুলো দখল করে রেখেছে বাংলাদেশিরা।’

পর্তুগালের অন্যতম বড় পাইকারি মার্কেট ভিলা দো কন্দেতে স্থানীয় পর্তুগিজ ও চাইনিজ ব্যবসায়ীদের সাথে পাল্লা দিয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশিরা। পাইকারি মার্কেটের পাশাপাশি পোর্তো সিটি সেন্টারে গুরুত্বপূর্ণ অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশিদের। পোর্তো শহরে আসা নতুন বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে আরও ভালো অবস্থানে যাওয়ার প্রত্যাশা অভিজ্ঞ ব্যবসায়ীদের।

সাম্প্রতিক বিভিন্ন জরিপ বলছে, রাজধানী লিসবনের পাশাপাশি পোর্তো শহরেও বাড়ছে পর্যটকের সংখ্যা। তাই সামনের দিনগুলোতে পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের।


সর্বশেষ - জাতীয় সংবাদ