1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

রফতানি আয়ে সুবাতাস

বাণিজ্য প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ৫ জুন, ২০২৩

রেমিট্যান্স প্রবাহ কমলেও মে মাসে রফতানি আয়ে এসেছে সুখবর। গত মে মাসে দেশের রফতানি আয় হয়েছে ৪.৮৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশেরও বেশি। গত বছরের মে মাসে বাংলাদেশের রফতানি আয় ছিল ৩.৮৩ বিলিয়ন ডলার।

রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, এপ্রিলে বাংলাদেশের রফতানি আয় ছিল ৩.৯৬ বিলিয়ন ডলার, মার্চে ছিল ৪.৬৪ বিলিয়ন ডলার।

রফতানি উন্নয়ন ব্যুরো জানায়, গত মে মাসে রফতানি প্রবৃদ্ধি ২৬ শতাংশ হলেও সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫.২৯ শতাংশ কম। সরকার মে মাসে ৫.১২ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল।

ইপিবির তথ্য অনুযায়ী, মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ১০১৯ দশমিক ৩৩ মিলিয়ন ডলারের বেশি পণ্য রফতানি হয়েছে। ২০২২ সালের মে মাসে রফতানি আয় হয়েছিল ৩৮৩০ দশমিক ২৯ মিলিয়ন ডলার। সেই হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৬১ শতাংশ।


সর্বশেষ - জাতীয় সংবাদ