1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠলো প্যারিস, আহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

ফ্রান্সের রাজধানী প্যারিসের মধ্যাঞ্চলে গ্যাস বিস্ফোরণের ফলে একটি ভবনের একাংশ ধসে পড়লে কমপক্ষে ৩৭ জন আহত হয়েছে। বুধবার (২১ জুন) বিকেলে শতাধিক দমকল কর্মীকে ঘটনাস্থলে এসে কাজ করে। খবর সিএনএনের।

প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ সাংবাদিকদের বলেন, শহরের পঞ্চম অ্যারোন্ডিসমেন্টের রুয়ে সেন্ট জ্যাকের কাছের ওই ঘটনাস্থলে প্রায় ২৭০ জন অগ্নিনির্বাপক কর্মীকে মোতায়েন করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে এনেছে।

কর্মকর্তারা বলেন, চারজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ধ্বংসস্তূপে নিখোঁজ হওয়া অন্তত দুজনকে খুঁজছেন উদ্ধারকর্মীরা।

বিস্ফোরণের ঘটনাস্থল থেকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেন, ‘আমরা আজ রাতে হয় তাদের জীবিত খুঁজে পাব, না হয় মরদেহ খুঁজে পাব।’

জেরাল্ড দারমানিন বলেন, ‘তদন্তকারীরা এখনও জানেন না কীভাবে গ্যাস বিস্ফোরণ ঘটেছে। ঘটনার আগে কোনো অ্যালার্ম পাঠানো হয়নি।’

প্যারিসের প্রসিকিউটর লর বেকুউ ঘটনাটি তদন্ত করছেন। তিনি বলেন, প্রাথমিক লক্ষণগুলো ইঙ্গিত দেয়, প্যারিস আমেরিকান একাডেমি ভবনে গ্যাস বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে লর বেকুউ বলেন, তদন্তকারীরা তাদের তদন্তে আহত ব্যক্তিদের জবানবন্দীর ওপর নির্ভর করবে।

ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর ভবনটির একটি অংশ ধসে পড়ে। উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করার সময় ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

বিস্ফোরণের পর আশপাশের রাস্তায় স্থানীয়দের বাড়ি ফিরতে বাধা দেন কর্তৃপক্ষ। প্যারিসের মেয়র অ্যান হিডালগো বুধবার পরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘সবার আগে আমার দৃষ্টি ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের স্বজনদের দিকে।’

বিস্ফোরণের পরের পরিস্থিতি মোকাবিলায় জরুরি রেসপন্স ইউনিট খুলেছে প্যারিসের কর্মকর্তারা।


সর্বশেষ - জাতীয় সংবাদ