1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে সহযোগিতা করতে চায় ফ্রান্স

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে ফ্রান্স বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (২১ জুন) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই  সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে আলোচনায় তারা ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে টেলিযোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তি সম্প্রসারণের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।

এ সময় মোস্তফা জব্বার বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর সফল উৎক্ষেপণ বর্তমান সরকারের বড় অর্জন। স্যাটেলাইটটি দেশের টেলিভিশন চ্যানেলসমূহের সম্প্রচারসহ দুর্গম অঞ্চলে ডিজিটাল সংযোগ স্থাপন ও প্রাকৃতিক দুর্যোগকালীন নিরবচ্ছিন্ন ডিজিটাল সংযোগ স্থাপনে অভাবনীয় ভূমিকা রাখছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে তার প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বাংলাদেশের ডিজিটাল প্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসাও করেন তিনি।


সর্বশেষ - জাতীয় সংবাদ